২০১৯-২০ অর্থ বছরে সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণ প্রকল্পের আওতায় দুই দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ শুরু হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নকলা, শেরপুরের আয়োজনে সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী শেরপুরের উপ-পরিচালক কৃষিবিদ আলহাজ¦ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী ঢাকার প্রশাসন ও অর্থ উইং এর পরিচালক কৃষিবিদ মোঃ শাহ আলম। অন্যান্যের মাঝে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আসাদুল্লাহ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস ও অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ রোকসানা নাসরীন প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন এলাকার কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।