ময়মনসিংহ আনন্দ মোহন বিশ্ববিদ্যালয়ে ইংরেজী বিভাগে স্মাতক শ্রেণিতে অধ্যয়নরত দরিদ্র মেধাবী শিক্ষার্থী নাদিয়া ইয়াসমিনকে ৩০ হাজার টাকা বৃত্তি বরাদ্ধ করা হয়েছে। সে এসএসসিতে জিপিএ-৪.৮৯ ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে গত বছর ময়মনসিংহ আনন্দ মোহন বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগে স্মাতক শ্রেণিতে অধ্যয়ন করছে। নাদিয়া ইয়াসমিন এসডিএফ এর নকলা উপজেলার সরাইকান্দি গ্রাম সমিতির সদস্য লুতফুন নাহারের কন্যা।
মঙ্গলবার সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) দক্ষিণ গণপদ্দি গ্রাম সমিতি কার্যালয়ে বরাদ্ধ কৃত বৃত্তির প্রথম কিস্তির ১৫ হাজার টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, এসডিএফ এর শেরপুর জেলা ব্যবস্থাপক হাসান নেওয়াজ মোহাম্মদ মামুন।
গণপদ্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুর রহমান আবুলের সভাপতিত্বে সভায় আলোচনায় অংশ নেন, জেলা কর্মকর্তা ববিতা খাতুন, কামরুল হাসান, ফরহাদ আলী, আইয়ুব হোসেন, ম্যানেজার লিপি খাতুন, ক্লাস্টার অফিসার নজরুল ইসলাম ও মোঃ রেজাউল করিম প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার এসডিএফ এর উচ্চ শিক্ষা বৃত্তি প্রদানকে স্বাগত জানিয়ে বলেন, সরকারের এসডিজি লক্ষমাত্রা ২০৪১ বাস্তবায়নে মহিলাদের উচ্চ শিক্ষা গ্রহণের কোন বিকল্প নাই। এসময় ৩৫টি গ্রাম সমিতির ৭০ জন প্রতিনিধি সভায় অংশগ্রহণ করেন।