শেরপুরের নকলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার্থী দরিদ্র ও মেধাবী ৮ জন করে মোট ৩শ ৮৪ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়েছে। আজ (১১নভেম্বর) রবিবার বিকেলে উপজেলা পরিষদের আয়োজনে পরিষদ চত্তরে এ শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ, জেলা পরিষদ সদস্য সামিউল হক মুক্তা, ইউপি চেয়ারম্যান রেজাউল হক হীরা, প্রধান শিক্ষক আবুল মনসুর প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।