শেরপুরের নকলা উপজেলায় জাম গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে উপজেলার গণপদ্দি ইউনিয়নের চিথলিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আলাল মিয়া (৩০) ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাছ থেকে জাম পাড়ার জন্য আলাল মিয়া নিজ সবজি বাগানের একটি গাছে উঠেন। হঠাৎ জাম গাছের ডাল ভেঙ্গে তিনি বাগানের একটি বাঁশের খুঁটিতে পড়ে যান। এসময় খুঁটির উপরের অংশ তাঁর পেটে ঢুকে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুসফিকুর রহমান বলেন, নিহতের স্বজনরা বিনা ময়না তদন্তে মরদেহ দাফনের আবেদন করায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হচ্ছে।