বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা, কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার অংশ হিসেবে শেরপুরের নকলায় উপজেলা পর্যায়ে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে নকলা পাইলট উচ্চ বিদ্যালয় ভেন্যুতে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় নকলা পাইলট উচ্চ বিদ্যালয় ফুটবল টিম (২-১) গোলে গণপদ্দী হাইস্কুল ফুটবল টিমকে হারিয়ে বিজয়ী হয়ে জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে। খেলা শেষে উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় বিভিন্ন প্রকার সাতার ও হ্যান্ডবল প্রতিযোগীতার বিজয়ীদের মাঝেও পুরষ্কার বিতরণ করা হয়।
এসময়, ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপাধ্যক্ষ আলতাব আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ, সাবেক প্রধান শিক্ষক মজিবর রহমান, প্রধান শিক্ষক ওমর ফারুক, স্থানীয় সংবাদকর্মীগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও বিপুল সংখ্যক শিক্ষার্থীসহ ফুটবল প্রেমী দর্শকগণ উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।