শেরপুরের নকলা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বুধবার সকালে স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে সংবাদ সম্মেলন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
“মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যে আগামী ১৮ জুলাই থেকে জাতীয় মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচির বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা লায়লা তাসনীম। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, স্থানীয় গণমাধ্যমকর্মী, মুহাম্মদ হযরত আলী (দৈনিক ইত্তেফাক), শাহাজাদা স্বপন(চ্যানেল এস), জাহাঙ্গীর হোসেন (দৈনিক আমাদের নতুন সময়), ইউসুফ আলী মন্ডল (দৈনিক ভোরের দর্পন), মোশারফ হোসেন (দৈনিক আলোকিত বাংলাদেশ) মাহবুবর রহমান (অপরাধ তথ্যচিত্র), আব্দুল মোতালেব সেলিম (দৈনিক ভোরের কাগজ), শফিউল আলম লাভলু (মুভি বাংলা টিভি), মোশারফ হোসেন সরকার বাবু (দৈনিক কালের কন্ঠ), শফিউজ্জামান রানা ( দৈনিক আজকের বাংলাদেশ), আব্দুর রফিক (দৈনিক আমার সংবাদ), জিয়াউল হক জুয়েল (ইনিউজ৭১ ও শেরপুর টাইমস) উপস্থিত ছিলেন।