নকলায় “ স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ- বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালীর অগ্রভাবে উপজেলা চেয়ারম্যান এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুলতানা লায়লা তাসনীম, সাবেক প্রধান শিক্ষক মজিবর রহমানসহ বিভিন্ন এলাকার মৎস্যচাষী, মৎস্য ব্যবসায়ী, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন।