শেরপুরের নকলা উপজেলায় এক কেজি গাঁজাসহ সামছুদ্দিন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (১৯ এপ্রিল) রাতে উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১৪ (শেরপুর-জামালপুর) এর সদস্যরা। সামছুদ্দিন ঐ ইউনিয়নের পিছলাকুড়ি এলাকার আব্দুর রহমানের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) এমএম সবুজ রানার নেতৃত্বে সোমবার রাতে নকলা উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসা উত্তরপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
এ সময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে সামছুদ্দিনকে আটক করা হয়। তার হাতে থাকা একটি লাল রঙের শপিং ব্যাগের ভিতরে ১ কেজি গাঁজা পাওয়া যায়। এই ঘটনায় নকলা থানায় মাদক আইনের একটি মামলা দায়ের করা হয়েছে।