রবি ও পরবর্তী খরিপ-১ মৌসুমে প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে সরিষা, ভুট্টা, বোরোধান, বিটিবেগুন, গ্রীষ্মকালীন মুগ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার সকালে শেরপুরের নকলায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে মুক্তমঞ্চে ১ হাজার ২শত ৯০জন কৃষক পরিবারের মাঝে এসব প্রণোদনা বিতরণ করা হয়।
খামারবাড়ী শেরপুরের উপ-পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, কৃষিকর্মকর্তা পরেশ চন্দ্র দাস, জেলা পরিষদ সদস্য ছামিউল হক মুক্তা, এসএপিপিও আতিকুর রহমান প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজারো কৃষক/কৃষানী উপস্থিত ছিলেন।