উপজেলা পর্যায়ে ২০১৯ সালে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় শাহানা বেগম শেরপুরের নকলা উপজেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। শাহানা বেগম খারজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাঁর বাবা ও মায়ের নাম মরহুম হাসমত আলী ও মরহুমা ফাতেমা বেগম।
শাহানা বেগম নকলা উপজেলার গনপদ্দী ইউনিয়নের বারইকান্দী গ্রামের হাসমত আলী ও ফাতেমা বেগম দম্পতির ঘরে ৩১ ডিসেম্বর ১৯৭৪ সালে জন্ম গ্রহণ করেন। সে ২০০৬ সালের ১৯ এপ্রিল তারিখে খারজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে যোগদান করে নিষ্ঠার সহিত শিক্ষকতা করছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক নির্বাচন কমিটির দেওয়া তথ্যে এসব নিশ্চিত হওয়া গেছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক নির্বাচন কমিটির সদস্য সচিব মোহাম্মদ তৌফিকুল ইসলাম বলেন, শতভাগ নিরপেক্ষতার ভিত্তিতে প্রয়োজনীয় সকল বিষয়ে যাচাই বাছাই শেষে উপজেলা পর্যায়ে ২০১৯ সালে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় শাহানা বেগমকে নকলা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সেরা সহকারী শিক্ষক হিসেবে মনোনিত করা হয়েছে। তিনি আরও জানান, উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৯ নির্বাচনের জন্য গঠিত কমিটির এক সভায় শিক্ষকদের বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়। ওই সভায় যাচাই-বাছাইয়ে সহকারী শিক্ষক শাহানা বেগম মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনা, পাঠদানে ও শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকতা, শিখক-শিখানো কৌশল, লিখিত-মৌখিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে মনোনয়ন দেয়ার জন্যে নির্বাচক মন্ডলী তাকে নকলা উপজেলা থেকে মনোনিত করেছেন।
নকলা উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক শাহানা বেগম জানান, তাঁর বেশ কিছু লেখা কবিতা, ছড়া বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। যদিও ওইসব সংরক্ষণ করা সম্ভব হয়নি বলে তিনি দু:খ প্রকাশ করেন। তিনি ইতোমধ্যে “মানবিক উৎকর্ষতা সাধনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ভুমিকা” নামক একটি প্রবন্ধ লিখেছেন। এ লেখাটি শিশু শিক্ষার্থীদের মানবিক উৎকর্ষতা সাধনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালনে করেব বলে শিক্ষিত মহলে মনে করছেন।
শাহানা বেগম বলেন, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৯ প্রতিযোগিতায় আমি সেরা সহকারী শিক্ষক নির্বাচিত হয়ে আনন্দিত। আগামী দিনে এর ধারাবাহিকতা বজায় রাখতে সদা সচেষ্ঠ থাকবেন বলে তিনি জানান। তিনি নির্বাচক মন্ডলীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশসহ সকলের কাছে দোয়া কামনা করেন।