শেরপুরের নকলা উপজেলায় উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ সকাল ৮ টায় ৯টি ইউনিয়নের ৬৩ টি ভোটকেন্দ্রে একযোগে শুরু হয়ে এ ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে সকাল ১০ টার দিকে ভোটকেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম দেখা গেছে।
উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মাহবুবুল আলম সোহাগ (নৌকা প্রতীক) ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ বোরহান উদ্দিন (মোটর সাইকেল প্রতীক) নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।
উপজেলায় মোট ভোটার একলাখ ৫১ হাজার ২৮২জন (৭৪,৩৫৮পুরুষ ও ৭৬,৯২৫ জন মহিলা)। ৬৩টি কেন্দ্রের জন্য ৬৩ প্রিজাইডিং অফিসার, ৩০৫ সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৬১০ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করছেন। তাছাড়া পর্যবেক্ষক হিসেবে বিভিন্ন গনমাধ্যমকর্মী এবং নিরাপত্তার দায়িত্বে আছেন পুলিশ, র্যাবের ৩ টি টিম, ৩প্লাটুন বিজিবি, মোবাইল টিম, আনসার-বিডিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী।
উল্লেখ্য জাতীয় সংসদের সাবেক হুইপ বিএনপি নেতা মরহুম জাহেদ আলী চৌধুরীর ছোট ভাই ও নকলা উপজেলা চেয়ারম্যান মাহাবুবুল আলম মুনীর চৌধুরীর মৃত্যুজনিত কারণে স্থানীয় সরকার এই উপজেলার চেয়ারম্যান পদ শূণ্য ঘোষনা করে এবং পরবর্তীতে ১৯ ফেব্রুয়ারী নির্বাচনী তফসিল ঘোষণা করে।