আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করার লক্ষে নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ১৩ নভেম্ব মঙ্গলবার দিনব্যাপী নকলা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বর্ধিত সভায়, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহ-সভাপতি ফেরদৌস রহমান জুয়েল, সহ-সভাপতি আব্দুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরমেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সভাপতি মাহবুবুল আলম সোহাগ, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, শিক্ষা-মানবসম্পদ বিষয়ক সম্পাদক উপাধ্যক্ষ আলতাব আলী, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার সম্পাদক আব্দুর রশিদ সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মুনসুর, সাবেক ইউপি চেয়ারম্যান মজিবর রহমান হীরাসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বিভিন্ন ওয়াড ও ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা এতে অংশ নেন।
এসময় বর্ধিত সভায়, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন পূরণে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার প্রত্যয়ে আওয়ামী লীগ সরকারের হাতকে আরও শক্তিশালী করতে এবং ২০৪১ সালের ভিশন বাস্তবায়নে পুনরায় নৌকা মার্কায় ভোট দেয়াসহ উপস্থিত সকলের প্রতি সার্বিক সহযোগিতা কামনা করেন। এমনকি, নকলা-নালিতাবাড়ীর আওয়ামী লীগের রাজনৈতিক অভিভাবক বারবার সফল কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর দীর্ঘায়ু কামনাসহ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় আওয়ামী লীগ সরকারকে তথা কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীকে আবার এমপি হিসেবে বিপুল ভোটে নির্বাচিত করে দেশ ও দশের উন্নয়নে এগিয়ে আসতে সবার প্রতি আহ্বান জানান।