শেরপুরের নকলা পৌরসভাধীন চরকৈয়া গ্রামে ২৫ জুন রবিবার সকাল সাড়ে সাতটায় ঈদ-উল-ফিতর’র আগাম জামাত অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে দিনের মিলরেখে দেশের অন্যান্য স্থানের ন্যায় ওই এলাকায় বরাবরের মতো এবারও শতাধিক মুসল্লীর সমন্বয়ে ঈদ-উল-ফিতর’র নামাজ জামাতের সহিত আদায় করা হয়েছে। সরজমিন দেখা গেছে, সকাল সাড়ে সাতটায় শতাধিক পুরুষ মুসল্লী ও পর্দার আড়ালে বেশ কিছু মহিলাদের সমন্বয়ে ওই ঈদ-উল-ফিতর’র জামাতে নামাজ অনুষ্ঠিত হয়। ওই ঈদগাহ ময়দানের সভাপতি মুক্তিযোদ্ধা সামছুল হক বলেন, আমরা সৌদি আরবের সাথে দিনের মিল রেখে দীর্ঘদিন ধরে রোজা ও ঈদের জামাতসহ অন্যান্য ধর্মীয় কার্যক্রম গুলো করে আসছি। ঈদগাহ ময়দানের ইমাম সারোয়ার জাহান ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামছুল হক বলেন, আমরা ধর্মীয় ও রাষ্ট্রীয় আইনের বাহিরে কোন কাজ করিনা বলেই সরকারের পক্ষ থেকে আমাদের জামাত চলাকালীন প্রতিবছর থানাপুলিশ ও গ্রাম পুলিশের মাধ্যমে নিরাপত্তা দেওয়া হয়, এবারও তার ব্যতীক্রম হয়নি।
তাছাড়া ২৫ জুন রবিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে শেরপুর জেলায় আরও ৫টি গ্রামে আগাম ঈদ-উল-ফিতর পালিত হয়েছে। গ্রামগুলো হলো-শেরপুর সদর উপজেলার উত্তর চরখারচর ও দক্ষিণ চরখারচর; নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া ও গোবিন্দনগর ছয় আনী পাড়া এবং ঝিনাইগাতি উপজেলার বনগাঁও এলাকা। তথ্যমতে, সকাল আটটা থেকে নয়টার মধ্যে পবিত্র ঈদ-উল-ফিতরের সব জামাত অনুষ্ঠিত হয়েছে এবং সব জামায়াতে পুরুষ মুসুল্লীদের পাশাপাশি পর্দার আড়ালে নারী মুসল্লীরাও নামাজে অংশ নেন।