শেরপুরের নকলা উপজেলার টালকি ইউনিয়নের রামেরকান্দি ও নারায়নখোলা এলাকায় স্থানীয় আ’লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় দলের অন্তত ২৫ নেতাকর্মী আহত হয়েছে। ১৪ ডিসেম্বর শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। ওই ঘটনায় ৪ বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ।
রাতে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ মুঠোফোনে শেরপুর টাইমসকে বলেন, সন্ধ্যার পর বিএনপি সমর্থকরা আওয়ামীলীগের নির্বাচনী অফিস ভাংচুর করে এবং আ’লীগ নেতাকর্মীদের উপর হামলা করে। এতে হতাহতের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো বলেন, এই ঘটনায় আ’লীগের ৬নেতাকর্মী নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে এবং ৪ বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।