শেরপুরের নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘দুর্যোগ সহনীয় আবাস গড়ি, নিরাপদে বাস করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৩ অক্টোবর শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে ওই র্যালি-সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা পরিষদের সামন হতে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেয়। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, সহকারী কমিশনার (ভুমি) মাসুদ উল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবীর, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তানজিল আহমেদ চৌধুরী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, পল্লী দারিদ্র বিমোচন (পিডিভি)র উপজেলা কর্মকর্তা সাদেকুল ইসলাম, উপজেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক বজলুর রশিদ, স্থানীয় সংবাদকর্মী, শিল্পকলা একাডেমির শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
শেরপুর টাইমস/ বা.স