শেরপুরের নকলায় অটোরিক্সার চাকার সাথে গলায় থাকা ওড়না পেচিয়ে সোশাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) সদস্য শিরিনা আক্তার (৩২) নামে ৬ মাসের অন্তঃস্বত্তার মৃত্যু হয়েছে। সে উপজেলার বন্দটেকী এলাকার শহীদ মিয়ার স্ত্রী। নিহত শিরিনা আক্তার ৩ সন্তানের জননী ও ৬ মাসের অন্ত:স্বত্তা ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শিরিনা আক্তার তার স্বামীর বাড়ী থেকে নকলায় অর্থমন্ত্রনালয়ের স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান এসডিএফ-এর কোনা এক প্রশিক্ষণে অংশ গ্রহনের জন্য যাওয়ার পথে কায়দা এলাকায় পৌঁছেলে গায়ে থাকা ওড়নার একমাথা অটোরিক্সার চাকার সাথে পেচিয়ে যায় এবং অপর মাথা তার গলার সাথে আটকে গিয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।