শেরপুরের নকলায় এসএসসি ও দাখিল পরীক্ষায় শতভাগ পাশ করেছে ২ টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ১২৩ জন। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২৭ টি স্কুল হতে ১ হাজার ৮৭০ জন এবং ১৯ টি মাদরাসা হতে ৫৪৯ জন পরীক্ষার্থী ছিল। এতে স্কুল হতে এসএসসি পাশ করে ১ হাজার ৪৯৩ জন, জিপিএ-৫ পায় ১২২ জন, পাশের হার ৭৯.৮৩ %। সর্বোচ্চ শতভাগ পাশকরে একটিমাত্র স্কুল চরমধুয়া আদর্শ বিদ্যানিকেতনের ৫৩ জন পরিক্ষার্থী সবাই। মাদরাসা হতে দাখিল পাস করে ৪৪৮ জন এবং জিপিএ-৫ পায় মাত্র ০১ জন, পাশের হার ৮১.৬০ %। সর্বোচ্চ শতভাগ পাশকরে ছত্রকোণা মোফাজ্জলিয়া দাখিল মাদরাসা হতে ২৪ জন পরিক্ষার্থী সবাই এবং উপজেলার একমাত্র কৃষ্ণপুর দাখিল মাদরাসা হতে ০১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়। স্কুল শাখায় সর্বনিন্ম পাশের হার ৩৩.৩৩ % পিপড়িকান্দি উচ্চ বিদ্যালয়ের ০৬ জনের মধ্যে ০২জন পাশ করে এবং মাদরাসা শাখায় সর্বনিন্ম পাশের হার ৫৭.১৪% পূর্বটালকী বালিকা দাখিল মাদরাসার ০৭ জনের মধ্যে ০৪ জন পাশ করে।