দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। প্রধানমন্ত্রীর ভর্তূকির কারণে কৃষি উপকরণ সহজলভ্য হওয়ায় উৎপাদন বাড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক। তিনি আরো বলেন, উৎপাদন বাড়ায় বাজারে খরচের চেয়ে দাম কম হচ্ছে এবং ধানের ন্যায্য দাম পেতে বিদেশে রপ্তানির পরিকল্পনাও করছে সরকার। আজ দুপুরে শেরপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের তথ্য মতে, এবার শেরপুর জেলায় চলতি বোরো মৌসুমে সরকারীভাবে ২ হাজার ৯৭০ মেট্রিক টন ধান এবং ২৯ হাজার ৩৭৩ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা রয়েছে। সরকারীভাবে বোরো সংগ্রহের জন্য এবার চাল প্রতি কেজি ৩৬ টাকা এবং ধান প্রতি কেজি ২৬ টাকা দর নির্ধারন করা হয়েছে। লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে ইতোমধ্যে ৫৩৭ জন চাল কল মালিকের সাথে প্রাথমিকভাবে চুক্তি করেছে জেলা খাদ্য নিয়ন্ত্রক। আনুষ্ঠানিকভাবে আজ থেকে শুরু হয়ে বোরো সংগ্রহ অভিযান চলবে আগামী ৩১ আগষ্ট পর্যন্ত।