শেরপুরের নালিতাবাড়ীতে পাঁচ বছর বয়সী কন্যা শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে সতেরো বছর বয়সী ইয়াসিন মিয়া নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (১৯ অক্টোবর) সকালে তাকে নিজ বাড়ি উপজেলার কালাকুমা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। এরআগে গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুুপুরে নিজ বাড়িতে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত ওই কিশোর।
ভুক্তভোগী ওই শিশুর স্বজনরা জানান, উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা গ্রামের বাসিন্দা কন্যা শিশুর বাবা কাঠমিস্ত্রী জনৈক নজরুল ইসলাম ঘটনার দিন দুপুরে বাড়িতে ছিলেন না। তার মা তিনিও চিকিৎসার জন্য গাজীপুরে ছিলেন। দুপুরে ওই শিশুসহ অপ্রাপ্ত বয়স্ক তার অপর দুই বোন বাড়িতে খেলা করছিল। এসময় প্রতিবেশি দিনমজুর দুলাল মিয়ার সতেরো বছর বয়সী বখাটে ছেলে ইয়াসিন আলী ওই বাড়িতে যায়। প্রথমে বড় কন্যাকে ওই কিশোরদের রান্না ঘরে ডাকে সে। এতে ওই কন্যা শিশু সাড়া না দিলে পাঁচ বছর বয়সী ছোট বোনকে ডেকে রান্নাঘরে নিয়ে যায়। পরে পড়নের বস্ত্র খোলে ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে বড় বোন দেখে ফেললে ইয়াসিন মিয়া দৌড়ে বাড়িতে চলে যায়। ঘটনাক্রমে রাতে বিষয়টি প্রকাশ হয়ে পড়ে। বিষয়টি স্থানীয়ভাবে আপোষের চেষ্টা করা হলে কিশোরের পরিবার অসম্মতি জানিয়ে উল্টো হুমকী ধমকি দেয়। পরে বাধ্য হয়ে ভুক্তভোগী কন্যাশিশুর বাবা নজরুল ইসলাম বাদী হয়ে নালিতাবাড়ী থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন।
ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলাম বিষয়টি নিশ্চত করে জানান, গ্রেপ্তারকৃত কিশোর ইয়াসিনকে শনিবার দুপুরে শেরপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পঠানো হয়েছে।