You dont have javascript enabled! Please download Google Chrome!

দুস্থদের মাঝে বস্ত্র ও ইফতার সামগ্রী বিতরণ করলো বিএনপি

বিএনপি প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্টপতি জিয়াউর রহমানের ৩৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শেরপুরে।

১০ জুন শনিবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. হযরত আলী এবং বিএনপি নেতা জেলা আইনজীবী সমিতি’র সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, আব্দুল আউয়াল চৌধুরী, আব্দুল মান্নান, লিপি বেগম, এমদাদ হোসেনসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিন সদর উপজেলার সাড়ে ৪ শ দুস্থের মাঝে শাড়ী-লুঙ্গী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের

error: Alert: কপি হবেনা যে !!