শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও স্বাস্থ্যবিধি মেনে উদযাপন এবং সার্বিক নিরাপত্তার পরিকল্পনা নিয়ে শেরপুর সদর থানা পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩অক্টোবর) বেলা ১২ টার দিকে সদর থানার বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধিদের নিয়ে সদর থানা প্রাঙ্গণে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হান্নান মিয়া।
শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মুনসুর আহাম্মদের সভাপতিত্বে ও পুলিশ উপ পরিদর্শক সুমন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন সদর থানার ওসি (তদন্ত) বন্দে আলী, টি আই জাহাঙ্গীর আলম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, জেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা বিজয় কৃষ্ণ চক্রবর্তী, পূজা বিষয়ক সম্পাদক প্রদীপ চক্রবর্তী ও সদর থানার সেকেন্ড অফিসার খোকন চন্দ্র সরকার প্রমুখ।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হান্নান মিয়া বলেন, পূজা উদযাপন কমিটির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার নির্দেশনাসহ ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া যাতে দুর্গাপূজা উদযাপিত হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। একই সঙ্গে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার প্রতিও আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, এ উৎসবে কেউ যাতে কোন বিশৃঙ্খলা না করে সেদিকে খেয়াল রাখতে হবে।