মা হওয়ার পর এই প্রথম যশ দাশগুপ্তর সঙ্গে কাশ্মীরে ঘুরতে গিয়েছেন নুসরাত জাহান। গত শনিবার কাশ্মীরে পৌছনোর পরেই সোশ্যাল মিডিয়ায় ভূস্বর্গ থেকে নানা ছবি পোস্ট করছেন তারা। কখনও তুষারপাত আবার কখনও পাহাড়কে ব্যাকগ্রাউন্ডে রেখে যশরতের রোম্যান্টিক পোজে মাত হয়েছেন অনুরাগীরা। আর এবার তুষারপাতে ছাতা নিয়ে দাঁড়িয়ে ছবি পোস্ট করলেন নুসরাত।
এই ছবির মধ্যে দিয়ে যশের জন্য যেন তুষারমাখা ভালবাসা পাঠালেন অভিনেত্রী। পাফার জ্যাকেট, গ্লাভস আর হাতে ছাতা নিয়ে ছবিতে দেখা গিয়েছে নুসরাতকে। ছবির ক্যাপশনে তিনি হটচকোলেট আর ভালবাসার কথা লিখেছেন। এই ছবি দেখে অনুরাগীরা খুশি হলেও, নিন্দুকেরা কিন্তু নুসরাতকে কটাক্ষ করতে ছাড়েননি।
নুসরাত ও যশের মাঝে ছোট্ট ঈশানকে টেনে নেটিজেনের একাংশ নুসরাতকে দায়িত্বজ্ঞানহীন মা বলে নিন্দা করেছেন। অনেকের মতে ছোট্ট ঈশানকে ছেড়ে কাশ্মীরে যাওয়া একেবারেই ঠিক হয়নি নুসরতের। অভিনেত্রী ও প্রযোজক এনা সাহার সঙ্গে ‘চিনে বাদাম’ ছবির একটি গানের শুটিং করতেই কাশ্মীরে গিয়েছেন যশ। সুযোগ পেয়ে এই সফরে যশের সঙ্গী হয়েছেন নুসরাত। গোটা টলিউড জানে, এনা সাহার সঙ্গে যশ ও নুসরাতের দারুণ বন্ধুত্ব। এমনকী, শোনা যাচ্ছে এনা সাহার প্রযোজনায় তৈরি হওয়া নতুন ছবিতে নাকি জুটি বাঁধবেন নুসরাত ও যশ।