শেরপুর জেলার নকলা পৌরশহরের মমিনাকান্দা আল-আমিন দাখিল মাদরাসায় এবারের দাখিল শতভাগ পরীক্ষার্থীই পাস করেছে। এ বছর এই মাদরাসা থেকে ৩৭জন পরীক্ষার্থীর মধ্যে ৩৭জনই কৃতকার্য হয়েছে। যার মধ্যে বিজ্ঞান বিভাগে ১৪জন এবং সাধারণ বিভাগে ২৩জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
শতভাগ পাসের কৃতিত্ব সম্পর্কে মমিনাকান্দা আল-আমিন দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মুহাম্মদ হযরত আলী শেরপুর টাইমসকে বলেন, এ সাফল্যের দাবীদার মাদরাসার শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
শতভাগ ফলাফল অর্জনের কৃতিত্বে মমিনাকান্দা আল-আমিন দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান মাদরাসার সুপারিনটেনডেন্ট ও শিক্ষকদের অভিনন্দন জানিয়েছেন। অপর দিকে উপজেলার আরো তিনটি মাদরাসা শতভাগ ফলাফল অর্জন করেছে বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানিয়েছেন।