:এ এম আব্দুল ওয়াদুদ:
একলা চলার পথে আমার
একলা আকাশ দেখা
একলা পায়ে কদম ফেলে
একলা চলতে শেখা।
একলা এলাম এ ধরাতে
একলা চলে যাবো।
একলা বসে বেলকনিতে
ভাবছি অনেক কথা।
বেলা-অবেলায় সময় গেল
দিন শেষে ফের রাত্রি এলো
এমনি করে বেলা ফোরাল
নানান হিসাব কষে।
রাত্রিজাগা চোখের পাতায়
মনের বোঝাপড়া।
জীবন কারো সহজ অনেক
কিংবা কঠিন কারো
জীবন-ই সব শিখায়
তোমার জীবন তোমার কাছে
তোমার অনুভব।