শুক্রবার রাতে জ্বালানি তেলের দাম বাড়িয়ে নতুন দাম ঘোষণা করেছে সরকার। এ খবর পাওয়ার পর শেরপুরে পেট্রোল পাম্পগুলোতে ভিড় জমাচ্ছেন গাড়িচালকরা। বিশেষ করে পাম্পগুলোতে মোটরসাইকেল চালকদের ভিড় বেশি লক্ষ করা যায়।
তবে পেট্রোলপাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে তেল না দেওয়ার অভিযোগ তুলছেন গাড়িচালকরা। দুএকটি পাম্পে তেল দিলেও কম পরিমাণে দেওয়া হচ্ছে।
তেল না পেয়ে লাইনে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন গাড়িচালকরা।