“প্রতি ইঞ্চি জমি আবাদের আওতায় আনতে হবে” প্রধানমন্ত্রীর এ নির্দেশনা কে বাস্তবায়ন করার লক্ষ্যে আজ ১০ নভেম্বর বৃহস্পতিবার শেরপুর সদর উপজেলার বলায়েরচর ইউনিয়নের জঙ্গলদী দশআনী গ্রামে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা কৃষি অফিস এ সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।
ইউপি চেয়ারম্যান মনিরুল আলম মনিরের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. সুকল্প দাস, উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, খামার বাড়ির অতিরিক্ত উপ-পরিচালক হুমায়ুন কবির, কৃষি অফিসার রুবাইয়া ইয়াসমিন, প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সাহেলা আক্তার কৃষকদের উদ্দেশ্যে বলেন- “সরকার কৃষিকে সবেেচয়ে বেশি গুরুত্ব দেয়। করোনায় দেশের অর্থনীতিতে অনেক ক্ষতি হওয়ার পরও কৃষিতে সরকারের অর্থব্যয় এক টাকাও কমেনি। সারসহ সকল কৃষি উপকরণে সরকার এখনো ভ’র্তকি দিয়ে যাচ্ছেন। ইউরিয়া, টিএসপিসহ প্রতিকেজি সার এ সরকার ৬০-৭০ টাকা পর্যন্ত ভ’র্তকি দিচ্ছেন। কারণ সরকার মনে করে দেশের চালিকা শক্তি হলো কৃষি। পরে তিনি সমাবেশে উপস্থিত কৃষকদের দুই হাত তুলে শপথ করান। এসময় কৃষকরা শপথ করে বলেন “ বলায়েরচরে এক ইঞ্চি জমিও আবাদের বাইরে থাকবে না। সমাবেশ শেষে কৃষকদের মিষ্টি খাওয়ানো হয়।
এর আগে জঙ্গলদী দশআনী গ্রামে আমন ধান কর্তন কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক। এসময় খামার বাড়ির ডিডি, ইউএনও, কৃষি অফিসারসহ স্থানীয় কৃষক, কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এদিন কৃষক আনারুলের ক্ষেতের হাইব্রিড ধানীগোল্ড জাতের আমন ধান কর্তন করে হেক্টর প্রতি ৫.৭ টন করে ধান পাওয়া যায়।