You dont have javascript enabled! Please download Google Chrome!

তালাত মাহমুদের তিনটি কবিতা

বর্ষা

বিজলীত গাঢ় অন্ধকার পথে প্রান্তরে
বর্ষাতি মেলে পাণিনি কদমবিথি গায়
কাঁপে কর্দমাক্ত পিচ্ছিলার দুরুদুরু বুক;

শশাঙ্ক এক পলকে লাফিয়ে চলে বিরসী
বিষন্ন বিধুর পানসী চলে হৃদয় জোয়ারে
এঘর ওঘর কাছাকাছি সাড়া নেই কারো
রূপালী জমিনে চৌচালা উর্মিলা চলমান;

ঘণ সবুজ বালিকাপূঞ্জ কিশোরী প্রকৃতি
আষাঢ়ে মুষলধারে অতিথি প্রহর গুণে
আসে প্লাবন আসে জোয়ার সব একাকার;

বরিষার বলকিত ভাণ্ডার উপচে যায়
মেঘমালার বারিবিন্দু ঝরে পড়ে অবিরাম
পিপাসিত ধরার বুকে স্থায়ী ঠিকানা খোঁজে;

নশ্বরে অবিনশ্বর বাসনা সহজাত বৃত্তি
ইন্দ্রজালে আচ্ছন্ন যবনিকা মূহুর্ত যত
সব সাঙ্গ হয় শুরু হয় অন্য আয়োজন;

বখিল বাহবা

প্রমত্তা পদ্মার বুকে এখন তপ্ত বালুকারাশি
ব্রহ্মপুত্রের করাল বুকে হাঁটলে পা ভিজে না
স্টিমার থমকে যায় যমুনার ডুবোচরে আটকে
আমি শালিকের গান শুনতে পাইনা বহুদিন
ঘুঘু পেঁচা বুলবুলিরা এখন কোথায় থাকে
কালের সাক্ষী মহীরূহ বিশাল তেতুল গাছটি কই
শিং মাছের ঝোল খাবো বলে কতবার আড়তে যাই
দ্রব্যমুল্যের বাড়তি ঝামেলায় আজো রান্না হয়নি
বাবুর্চির সংসারে ক্ষুধার্ত শিশুদের কান্নার রোল
সিণ্ডিেেকট গডফাদারের উল্লাসে জিম্মি সবাই
ইট কাঠ পাথর আর বিলেতি মাটির সম্মোহন
চক্রযানের সাথে পাল্লা দেয় যান্ত্রিক মানব
রোবটের মুখে আমাদের ইন্নালিল্লাহি শুনতে হয়
কীটনাশকের ছড়াছড়ি সকল খাবারে আইব্রিড
মহড়া চলছে নিশ্চিত মৃত্যুর প্রাক প্রস্তুতির
তবে যাবার আগে কর্মের হিসেবটা সঠিক চাই

যন্ত্রণা আত্মজ

জীবনের জন্য বাতাস গ্রহণ করি
সেটাই সবার অপরাধ
বাতাসের অনেক নাম
বাতাসের অনেক গন্ধ
বাতাসের অনেক গতি ;
রাজনৈতিক বাতাস
বাউল বাতাস
সুগন্ধ বাতাস
দুর্গন্ধ বাতাস
মৃদুমন্দ গতি
ঝড়ের গতি
বাতাসে নেই স্বার্থের কারুকাজ

সব বাতাসে আমাদের অভিবাস
তারপরও দোষ খোঁজো দোষী হয়ে;

.

 

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের

error: Alert: কপি হবেনা যে !!