You dont have javascript enabled! Please download Google Chrome!

তালাত মাহমুদের কবিতা

হে বিদ্রোহী

হে বিদ্রোহী নজরুল দুর্বার দুর্দম চঞ্চল
তোমার উলঙ্গ অভিশাপে জিঞ্জির শৃঙ্খল,
বিষবাণ মন্ত্রে টুটেমুটে দলিত মথিত
আর্তের পীড়িতের শোষিতের পালিত,
শোষকের যতসব দম্ভ দুঃসহ নিপীড়ন
তুমি করেছ একহাঁকে সমূলে উৎপাটন;

সমাজে গঞ্জে ভ-দের গোড়ামী ভ-ামী
ওই সুদখোর ঘুষখোর মহাজন হারামী,
সব বেটা মুনাফাখোর জুচ্চোর লম্পটে
বাবাগো মাগো পালাতে ছুটল দাপটে,
তোমার রচিত গদ্য পদ্য গীত নীতিতে
ছেড়েছ দামামী হুঙ্কার আধমরা জাতিতে,

তারপর বিশুদ্ধ আত্মার শুদ্ধি অভিযান
চালাতে একতার জারি করেছ ফরমান;

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের

error: Alert: কপি হবেনা যে !!