ঢাকার সাভারে গার্মেন্টস শ্রমিকদের চলমান আন্দোলনে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় নিহত গার্মেন্টস শ্রমিক সুমন মিয়ার (২২) বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলার কলাকান্দা গ্রামে চলছে শোকের মাতম।
সে ওই গ্রামের আমির আলীর ছেলে। মঙ্গলবার ঢাকা আরিচা মহাসড়কে সাভারের ওলাইন এলাকায় শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সুমন মিয়া মারা যায়। এ সংবাদ পেয়ে গতকাল থেকে সুমন মিয়ার বাড়িতে চলছে শোকের মাতম।
পরিবার সূত্র জানায়, নিহত সুমনের বাবা ঢাকায় একটি বিস্কুট ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করে। তার মা গৃহিনী। তারা দুই ভাই তিন বোন। এর মধ্যে সুমন সবার ছোট। প্রায় ২ বছর যাবত ঢাকার সাভারের আনলীমা এ্যাপারেলস পোশাক কারখানার ফিনিশিং সেকশনে কাজ করতো। এ ঘটনায় নিহত সুমন মিয়ার লাশ ঢাকা থেকে বাড়ি এনে দাফনের প্রস্তুতি চলছে বলে তার পরিবার সূত্র জানায়।