এডিস মশার উৎপত্তি রোধ করি, প্রয়োজনীয় করণীয় গুলো মেনে চলার চেষ্টা করি শ্লোগানকে সামনে রেখে ডেঙ্গু সচেতনতায় শেরপুরে লিফলেট বিতরণ করা হয়েছে। আজ দুপুরে শেরপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে জেলা শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে করে স্থানীয়দের মাঝে এ লিফলেট বিতরণ করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীরমুক্তি যোদ্ধা আতিউর রহমান আতিক এমপি ।
সচেতন হোন ; ডেঙ্গু প্রতিরোধ করুন প্রতিপাদ্য বিষয়ক এ প্রচারপত্রে ডেঙ্গু কি, এডিস মশার বৈশিষ্ট্য, ডেঙ্গু জ্বরের লক্ষণ, ডেঙ্গু জ্বরে করণীয়, প্রতিরোধ ব্যবস্থার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে।
পদযাত্রায় শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মাজিদুল ইসলাম মিনু, সহসভাপতি খন্দকার নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম সেলু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড.এম এ বারেক তোতা, সাংস্কুতিক বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন , উপ-দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, জেলা মহিলা আওয়ামী লীগ সম্পাদক নাসরিন রহমান, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, শেরপুর প্রেসক্লাব সভাপতি মোঃ শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন, জেলা মাহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসরিন রহমান ,হুইপ তনয়া ডা. শারমিন রহমান অমি,সাদিয়া রহমান অপি, জেলা ছাত্রলীগ সভাপতি শোয়েব হাসান শাকিল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা সহ জেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।
প্রচারণাকালে হুইপ আতিক বলেন, ডেঙ্গু কোন আতংকের নাম না। একটু সচেতন থাকলেই ডেঙ্গু জ্বর থেকে নিজেকে নিরাপদ রাখা যায়। আজকের এই পদযাত্রা ও লিফলেট বিতরণ শেরপুরবাসীকে সেচতন করার একটি অংশ । মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা জেলা আওয়ামলীলীগ এ প্রচারণায় অংশ নিচ্ছি। আমরা সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের হাতে এই প্রচারপত্র তুলে দিয়ে এটাই জানান দিতে চাই যে ডেঙ্গুতে ভয় পাওয়ার কোন কারণ নাই বরং ডেঙ্গু প্রতিরোধ করার ক্ষমতা মানুষের মধ্যেই আছে। আসুন আমরা নিজেরা সচেতন হই তবেই এই ডেঙ্গুকে প্রতিরোধ করা সম্ভব হবে।