You dont have javascript enabled! Please download Google Chrome!

ডিবিসি’র ক্যামেরাপার্সনকে নির্যাতনের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন

বরিশালে গোয়েন্দা পুলিশ কর্তৃক ডিবিসি নিউজের ক্যামেরাপার্সন সুমন হাসানকে নির্মম নির্যাতনের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় সাংবাদিকরা। আজ রবিবার জেলা প্রশাসন চত্ত্বরে শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাব এ কর্মসূচির আয়োজন করে।

শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি মো. ইমরান হাসান রাব্বীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার।

সভাপতি মো. সোহেল রানা’র সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাবিহা জামান শাপলা, সহ সভাপতি এসএম শহীদুল ইসলাম, শেরপুর জেলা কবি সংঘের সভাপতি সাংবাদিক তালাত মামহমুদ, সিনিয়র সাংবাদিক কালেরকণ্ঠ ও চ্যানেল আই প্রতিনিধি হাকিম বাবুল, দেশ টিভি প্রতিনিধি রফিক মজিদ, মাছরাঙা টিভি প্রতিনিধি আবুল হাশিম, ৭১ টিভি প্রতিনিধি রেদওয়ানুল হক আবীর, শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা ও এসএ টিভির জেলা প্রতিনিধি মহিউদ্দিন সোহেল, আমাদের সময়ের ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি জাহিদুল হক মনির প্রমূখ।

সমাবেশে বক্তারা বরিশালে ডিবিসি নিউজের ক্যামেরাপার্সন সুমন হাসানকে নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। মানববন্ধনে জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা শাখা, টেলিভিশন সাংবাদিক ফোরাম শেরপুর, সাংবাদিক কল্যাণ সমিতি শেরপুর, সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি শেরপুর জেলা শাখা, রক্তদিন জীবন বাঁচান –রজীবা, কালেরকণ্ঠ শুভসংঘ, শেরপুর গ্র্যাজুয়েট ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ একাত্বতা ঘোষনা করেন। এসময় জেলার বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের

error: Alert: কপি হবেনা যে !!