করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রন ডেলটার থেকেও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে তবে তা টিকার কার্যকারিতা নষ্ট করে। এখন পর্যন্ত ওমিক্রনের নতুন কোনো উপসর্গ দেখা যায়নি। ওমিক্রন নিয়ে ডাটা বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গতকাল (রোববার) বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।
করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট চলতি বছর ভারতে প্রথম শনাক্ত হয়। এরপরই বিশ্বব্যাপী দ্রুত গতিতে এ ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ে।
কিন্তু গত মাসে দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরণ ওমিক্রন শনাক্ত হওয়ার পর বিশাল জনগোষ্ঠীর মধ্যে তা দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে অনেক দেশ দক্ষিণ আফ্রিকার সঙ্গে সকল ধরনের যোগাযোগ বন্ধ ঘোষণা করে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ৯ ডিসেম্বর পর্যন্ত ওমিক্রন ৬৩টি দেশে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে দ্রুত ছড়িয়েছে দক্ষিণ আফ্রিকাতেই। তবে ডেল্টা ভ্যারিয়েন্ট এখানে খুব এক হানা দেয়নি। ডেল্টা ভ্যারিয়েন্টে সবচেয়ে বেশি আঘাত হানে যুক্তরাজ্যে।
এদিকে দক্ষিণ আফ্রিকা গত ২৪ নভেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে রিপোর্ট করে ফাইজার, বায়োএনটেক এর তিনটি ডোজ ওমিক্রনের বিরুদ্ধে কার্যকরী। এজন্য ব্রিটেন ও ফ্রান্স টিকা সরবরাহ অব্যাহত রেখেছে এবং দক্ষিণ আফ্রিকার জনগোষ্ঠীকে তৃতীয় ডোজ টিকা গ্রহণের জন্য আহবান জানানো হচ্ছে।