করোনা ভাইরাস সংক্রমণরোধে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে শেরপুরের ঝিনাইগাতী থানা-পুলিশ। থানায় প্রবেশদ্বারে ঝুলানো রয়েছে একটি ব্যানার। যেখানে নির্দেশনা দেয়া আছে, ‘ভাল করে সাবান দ্বারা হাত-মুখ ধুয়ে থানায় প্রবেশ করুন।’ পাশেই বসানো হয়েছে হাত ধোয়ার ব্যবস্থা। সেখানে রাখা আছে হ্যান্ডওয়াশ। সতর্কতামূলক এমন পদক্ষেপ গ্রহণের পর থেকে সেবাপ্রার্থী ও পুলিশ সদস্যরা হ্যান্ডওয়াশ দিয়ে বেসিনে হাত ধুয়ে থানায় প্রবেশ করছেন। সোমবার (২৩ মার্চ) সকালে থানা চত্বরে গিয়ে এমন দৃশ্য দেখা যায়।
উপজেলার ধানশাইল গ্রামের হাবিবুর ব্যক্তিগত কাজে থানায় এসেছে। সাবান দিয়ে হাত ধুয়ে ভেতরে যায়। এসময় তিনি বলেন, করোনাভাইরাসের সচেতনতা নিয়ে পুলিশের এমন উদ্যোগ অনেককেই উৎসাহিত করবে।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক বলেন, প্রতিদিনই পুলিশের কাছে বিভিন্ন ধরনের অভিযোগ নিয়ে স্থানীয় ব্যক্তিরা থানায় আসেন। করোনা ভাইরাস নিয়ে সচেতনতায় তারা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃৃপক্ষের নির্দেশমতো এমন কার্যক্রম শুরু করেছেন।