প্রতিবছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার চতল গ্রামের প্রায় শতাধিক পরিবার আজ রবিবার পবিত্র ঈদুল আজহা উদযাপন করছে।
সকালে ওই গ্রামের ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। তবে আগামীকাল সোমবার পশু কুরবানী করবেন বলেন জানিয়েছেন তারা। সকাল থেকে নতুন পোশাক পরে শিশু-কিশোরসহ ওই গ্রামের অর্ধশতাধিক পুরুষেরা ঈদের নামাজ আদায় করতে ঈদগাহ মাঠে সমবেত হতে থাকেন।
ঈদের নামাজে ইমামতি করেছেন হাফেজ ক্বারী আলহাজ্ব মুফতি দেলোয়ার হোসেন। নামাজ শেষে দেশ ও জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়।