শেরপুরের ঝিনাইগাতী উপজেলার স্বনামধন্য বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান গোল্ডেন স্টার প্রিপারেটরী এন্ড হাই স্কুলের ‘পুনর্মিলনী ও ২০ বছর পূর্তি’ উৎসব আগামী ২৫ জানুয়ারী অনুষ্ঠিত হবে। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে বিদ্যালয়ের হলরুমে ‘পুনর্মিলনী ও ২০ বছর পূর্তি’ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ উৎসবকে কেন্দ্র করে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত।
সভায় বক্তব্য দেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক আবুবক্কর সিদ্দিক, বর্তমান প্রধান শিক্ষক আবুবক্কর, শিক্ষার্থী হাছেন আলী, হাফিজুর রহমান রাজু, পূর্বাসা সেন গুপ্তা, শাহরিয়ার খান শাওন, মুন্না, রাব্বানী, সম্রাট, জাহিদুল হক মনির, আরিফ, বিথী, শাম্মী প্রমুখ।
অত্র শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক আবুবক্কর সিদ্দিক বিদ্যালয়ের ‘পুনর্মিলনী ও ২০ বছরপূর্তি’ উৎসবটি সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।