শেরপুরের ঝিনাইগাতীতে ১০ জুলাই সোমবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঝিনাইগাতী এডিপি’র উদ্যোগে রাজমনি কমিউনিটি সেন্টারে বিভিন্ন এলাকা থেকে আগত শিশু ও অভিভাবকদের নিয়ে কেক কেটে হতদরিদ্র শিশুদের জন্মদিন উৎসব পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ.জেড.এম শরীফ হোসেন। তিনি শিশুদেরকে প্রতিটি কাজে হ্যাঁ বলার জন্য অভিভাবকদের আহবান জানান এবং শিশুদের উদ্দেশ্যে বলেন, শিশুরা যেন তিনটি কাজে মনোনিবেশ করে তা হলো পড়াশুনা, খেলাধুলা এবং বিজ্ঞানচর্চা। বিশেষ অতিথি ঝিনাইগাতী থানার নবাগত ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ তাই তাদের এখনই সচেতন হতে হবে তার জন্য লেখাপড়ার কোন বিকল্প নেই, তিনি শিশু নিরাপত্তা, বাল্যবিবাহের কুফল, যৌতুক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও বক্তব্য রাখেন রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক, শালচুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, পাস্টর জেমস রেমা প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন ঝিনাইগাতী এডিপি ম্যানেজার বেঞ্জামিন মারাক।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।