You dont have javascript enabled! Please download Google Chrome!

ঝিনাইগাতীতে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

আগামী ২৩ এপ্রিল রবিবার শেরপুরের ঝিনাইগাতীর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পুলিশের উদ্যোগে সন্ত্রাস, মাদক, জঙ্গীবাদ ও বাল্যবিবাহ বিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন এম.পি।

তাঁর শুভাগমন উপলক্ষে ২০ এপ্রিল বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ইউএনও এ.জেড.এম. শরীফ হোসেনের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রস্তুতি সভায় আগামী রবিবারের সমাবেশকে সাফল্যমন্ডিত ও সার্থক করতে বিভিন্ন দিক উল্লেখ করে পরামর্শমূলক বক্তব্য রাখেন, শেরপুর ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ.কে.এম ফজলুল হক।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, ওসি মিজানুর রহমান ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের। এ প্রস্তুতি সভায় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

 

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের

error: Alert: কপি হবেনা যে !!