শেরপুরের ঝিনাইগাতীতে দশম শ্রেণির স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মো. লিটন মিয়া (২১) নামে এক যুবককে ২০ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ঝিনাইগাতীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম এ জেড এম শরীফ হোসেন গত ২৭ মার্চ সোমবার রাত সাড়ে ১১টায় এ দন্ডাদেশ প্রদান করেন।
দন্ড প্রাপ্ত লিটন ঝিনাইগাতী উপজেলার গান্ধিগাও গ্রামের মৃত মুন্নাছ আলীর ছেলে। আজ ২৮ মার্চ মঙ্গলবার সকালে তাঁকে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলা প্রশাসন ও আদালত সূত্রে জানা গেছে, দন্ড প্রাপ্ত লিটন ঝিনাইগাতী পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ওই ছাত্রীকে বিদ্যালয় ও কোচিংয়ে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করতেন। এর ধারাবাহিকতায় গত সোমবার সন্ধ্যায় উপজেলা সদরের এক কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে লিটন ওই ছাত্রীটিকে পুনরায় উত্ত্যক্ত করেন। এ বিষয়ে ছাত্রীটির বাবা ঝিনাইগাতীর ইউএনওকে লিখিতভাবে অভিযোগ করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম এ জেড এম শরীফ হোসেনের নির্দেশে ঝিনাইগাতী থানা পুলিশ লিটনকে গ্রেপ্তার করে। পরে সোমবার রাত সাড়ে ১১টায় নির্বাহী হাকিম এ জেড এম শরীফ হোসেন দ-বিধির ৫০৯ ধারায় অভিযুক্ত করে লিটনকে ২০দিনের কারাদ- প্রদান করেন।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।