শেরপুরের ঝিনাইগাতীতে স্থানীয় সরকারের স্থায়ী কমিটিতে সকল জাতিসত্তার অংশগ্রহণ নিশ্চিতের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ধনাশাইল বাজারে হিউম্যান রাইটস ডিফেন্ডার’স ফোরাম (এইচআরডি) আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম।
ইউপি সদস্য লুৎফর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শেরপুর জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ, শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান হাসান রাব্বী, সহসভাপতি জাহিদুল হক মনির, আইইডি’র ফেলো সুমন্ত বর্মন। এছাড়া প্রিয়াঙ্কা রাণী, পবিত্র বর্মনসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা বক্তব্য রাখেন।