ঝিনাইগাতীতে শিক্ষার্থীদের দূর্নীতি বিরোধী শপথ গ্রহণ
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের প্রায় ১ হাজার শিক্ষার্থী দূর্নীতি বিরোধী শপথ গ্রহণ করেছে। আজ বিকেলে দূর্নীতি দমন কমিশনের সহযোগিতায় ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ওই বিদ্যালয়ে ‘সততা স্টোর’ এর উদ্বোধনী অনুষ্ঠানে দূর্নীতি বিরোধী এই শপথ পাঠ করান ইউএনও রুবেল মামুদ। এসময় বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধেও শপথ গ্রহণ করে শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আবুল হাশেমের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান নূরল ইসলাম তোতা, প্রধান শিক্ষক রবিউল ইসলাম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম, শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান হাসান রাব্বী, সাংবাদিক ও মানবাধিকারকর্মী জাহিদুল হক মনির প্রমূখ বক্তব্য রাখেন ।