ঝিনাইগাতীতে শিক্ষার্থীকে শ্লীলতাহানীর অভিযোগে এক শিক্ষক আটক
শেরপুরের ঝিনাইগাতীতে আজ বৃহস্পতিবার ৭বছরের শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানীর অভিযোগে মো. আমিনুল ইসলাম নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ।
ওই শিক্ষক উপজেলার সন্ধ্যাকুড়া গ্রামের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম মুক্তবের শিক্ষক এবং বড় রাংটিয়া গ্রামের মো. খলিলুরের ছেলে।
এলাবাসী জানায়, বৃহস্পতিবার সকালে সন্ধ্যাকুড়া মসজিদে প্রতিদিনের ন্যায় মক্তব চলছিল। এসময় মক্তব শিক্ষক আমিনুল ইসলাম সাত বছর বয়সী এক কন্যা শিক্ষার্থীকে পাশ্ববর্তী বাড়ির পাশে নিয়ে শ্লীতহানীর চেষ্টা করে। পরে ওই শিশু বাড়িতে গিয়ে বিষয়টি তার বাবাকে বলে দেয়। পরে শিশুটির অভিভাবক ও এলাকাবাসী শিক্ষক আমিনুলকে আটক করে থানায় অবহিত করেন। খবর পেয়ে পুলিশ আমিনুলকে আটক করে থানায় নিয়ে আসে।
এব্যাপারে ঝিানাইগাতী থানার এস আই খোকন বলেন, অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শেরপুর টাইমস/ বা.স