শেরপুরের ঝিনাইগাতীতে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, ইউএনও রুবেল মাহমুদ ও ওসি আবু বকর ছিদ্দিক।
এরপরই বিভিন্ন রাজনৈতিক দল, সহযোগী সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র, যুব, শ্রমিক, কৃষক সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান।
এছাড়া ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার ও শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপিত শহীদ মিনারে শিক্ষার্থীরা তাদের বুকে কালো ব্যাজ ধারণ করে পুষ্পস্তবক অর্পণ করে।
সকাল নয়টায় শহীদ মিনার চত্তরে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ। বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, সহকারী কমিশনার (ভূমি) রাসেদুল হাসান, থানার ওসি আবু বকর ছিদ্দিক প্রমুখ।