শেরপুর রানার্স কমিউনিটি শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে ঝিনাইগাতী সরকারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ নেয় নিউ স্টার ক্রিকেট ক্লাব বনাম ব্যাক স্টার ক্রিকেট ক্লাব। রাত সাড়ে আটটায় শুরু হয় খেলা। টসে জিতে ব্যাক স্টার ক্রিকেট ক্লাব নামক দলটি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। পরে ব্যাটিংয়ে নেমে জয়ের জন্য নিউ স্টার ক্রিকেট ক্লাবকে ৪৫ রানের টার্গেট দেয় বিনা উইকেটে ব্যাক স্টার ক্রিকেট ক্লাব। নির্ধারিত পাঁচ ওভার খেলে এক উইকেট হারিয়ে ৪৫ রান তুলে বিজয়ী হন নিউ স্টার ক্রিকেট ক্লাব। মো. সোহেল রানার সঞ্চালনায় আম্পায়ার হিসেবে খেলা পরিচালনা করেন মো. আব্দুল কাদির শিশির ও মো. শাওন। প্রতিটি ম্যাচ বেশ উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়।
খেলা শেষে আয়োজক কমিটির উপস্থিতিতে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিজেন্ড কাপ ক্রিকেট ঝিনাইগাতী’র আহŸায়ক মো. শাখায়াত হোসেন পাঠান সোহেল। এতে প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও পুনরায় নবনির্বাচিত সদস্য মো. আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইগাতী বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ ফারুক, সদও ইউপি চেয়ারম্যান মো. শাহাদৎ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার খান শাওন, সদর ইউপি সদস্য সাংবাদিক মো. জাহিদুল হক মনির, ঝিনাইগাতী বণিক সমিতির পরিচালনা পর্ষদের সদস্য মো. আজিজুর রহমান খান।
এছাড়া, আয়োজক কমিটির আহবায়ক ছানোয়ার হোসেন সেলিম, যুগ্ন আহবায়ক আতিকুর রহমান খান, মো. হুমায়ুন খান, আব্দুল্লাহ আল আজাদী, নাজমুল হাসান নাইসসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।