শেরপুরের ঝিনাইগাতীতে লেবু জাতীয় ফসল উৎপাদনে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বুধবার সকালে উপজেলা বিআরডিবি সভাকক্ষে ‘সাইট্রাস ডেভেলপমেন্ট প্রকল্পের’ আওতায় ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করে। ওই প্রশিক্ষণ কর্মসূচীতে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল আওয়ালের সভাপতিত্বে এতে প্রশিক্ষক ছিলেন শেরপুর খামারবাড়ীর অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) মো. আব্দুস সাত্তার ও প্রশিক্ষণ কর্মকর্তা এফএম মোবারক আলী।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৪০জন কৃষকের মাঝে বিনামূল্যে চার প্রকারের লেবুজাতীয় ১২টি চারা, একটি হ্যান্ড স্প্রেয়ার মেশিন ও কীটনাশক বিতরন করা হয়েছে।