এ বছর চলতি আমন মৌসুমে শেরপুরের ঝিনাইগাতীতে ১ হাজার ৫৫১ মেট্রিক টন ধান সংগ্রহ করবে সরকার। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা অফির্সাস ক্লাবে লটারির মাধ্যমে ১ হাজার ৫৫১ জন কৃষক নির্বাচন করা হয়েছে। এ লটারী কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা খাদ্য কর্মকর্তা (অতিঃদা) আব্দুল্লাহ ইবনে হুসাই, ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএসডি) আয়মন বিনতে ফেরদৌস প্রমুখ।
সরকারের আমন ধান সংগ্রহ কার্যক্রমের আওতায় খাদ্য গুদামে ধান বিক্রির জন্য উপজেলার ৭ হাজার ১৫০ জন আগ্রহী কৃষক থেকে ১ হাজার ৫৫১ বাছাই করে তালিকা চূড়ান্ত করতে এই লটারির আয়োজন করা হয়।