শেরপুরের ঝিনাইগাতী উপজেলা যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। এতে উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি ও সাতটি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের পাঁচ হাজার নেতাকর্মী অংশ নেন।
ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার পূর্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা দাবির ভিত্তিতে সাম্য ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে আয়োজিত এক মত বিনিময় সভায় সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেন, ‘এদেশের মানুষ স্বৈরাচার শেখ হাসিনা ও এরশাদকে বিতাড়িত করেছে। শেখ হাসিনার পতনের পরও দেশে গণতন্ত্র ফিরে আসেনি। যারা দায়িত্বে আছেন, তারা দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। জনগণের ভোটে সরকার নির্বাচিত হলেও তবে গণতন্ত্র ফিরবে।’
তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমান দলের সব পর্যায়ের নেতা-কর্মীকে শান্ত থাকতে বলেছেন। তাই মানুষ কষ্ট পায়, এমন কর্মকাণ্ড থেকে দলের নেতা-কর্মীদের বিরত থাকতে নির্দেশনা দেন তিনি। এরপরেও যদি কোন নেতা-কর্মী অন্যায়ভাবে মানুষকে হয়রানি করেন, প্রমাণ পেলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থার পাশাপাশি আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
সভায় উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শেরপুর জেলা যুবদলের সভাপতি মো. শফিকুল ইসলাম মাসুদ। আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ, যুগ্ন আহ্বায়ক মো. আব্দুল মান্নান, মো. লুৎফর রহমান প্রমুখ।
পরে দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার ছেলে আরাফাত রহমান কোকোসহ আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে নিহত নেতাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।