শেরপুরের ঝিনাইগাতীতে মাইক্রোবাস চাপায় মো. সোহেল রানা (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। সোমবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে শেরপুর-ঝিনাইগাতী সড়কের মাটিয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল উপজেলার ঘাগড়া ম-লপাড়া গ্রামের রস্তোম আলীর ছেলে।
জানা গেছে, সোমবার বিকেল ৩টার দিকে সোহেল বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে ঝিনাইগাতী উপজেলা সদর বাজারের উদ্দেশ্য রওনা দেয়। পথিমধ্যে শেরপুর-ঝিনাইগাতী সড়কের মাটিয়াপাড়া নামক স্থানে বেপরোয়াগতির অজ্ঞাত এক মাইেক্রোবাস মোটরসাইকেলকে চাপা দেয়। এসময় মোটরসাইকেল চালক সোহল ঘটনাস্থলেই মারা যান বলে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।