শেরপুরের ঝিনাইগাতীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেয়া হল বাংলা নববর্ষ-১৪২৬ বঙ্গাব্দ। রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে মঙ্গল শোভা যাত্রা বের করা হয়।
বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা পেশার মানুষের অংশ গ্রহণে মঙ্গল শোভা যাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরায় ওই স্থানে গিয়ে মিলন মেলায় পরিণত হয়।
পরে উপস্থিত সর্বস্তরের মানুষদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেদুল হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস পহেলা বৈশাখের শুভেচ্ছা বিনিময় করেন।
শেষে স্থানীয় শিল্পীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করা হয়। এতে আদিবাসী শিল্পীরাও নৃত পরিবেশনা করে।