শেরপুরের ঝিনাইগাতীতে ভুতুড়ে বিলে দিশেহারা পিডিবির বিদ্যুৎ গ্রাহকরা। তাদের অভিযোগ, মাসে যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করছেন, বিল দিচ্ছেন তার চেয়ে কয়েকগুন বেশি। নিয়মিত মিটার রিডিং করা হলেও তার সাথে মিল নেই বিদ্যুৎ বিলের। তবে, সমস্যা সমাধানে নানা পদক্ষেপের কথা বলছে পিডিবি।
পিডিবির আবাসিক প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় পিডিবির গ্রাহক রয়েছে প্রায় ১০ হাজার ৩০০। কিন্তু স্থায়ীভাবে মিটার রিডার নেই একজনও। তবে নিয়মিত মিটার রিডিংয়ে অস্থায়ী ভিত্তিতে দায়িত্ব পালন করছেন ৬ জন।
তারপরও বিদ্যুৎ বিল নিয়ে বিড়ম্বনায় গ্রাহকরা। কারণ মিটার রিডিংয়ের সাথে মিল নেই বিদ্যুৎ বিলের। গ্রাহকরা যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করছেন, মাস শেষে বিল আসছে কয়েকগুণ বেশি। এ নিয়ে অতিষ্ঠ গ্রাহকরা।
বিদ্যুৎ গ্রাহক হোসেন আলী বলেন, আমি একে একে তিন মাস ধরে বিদ্যুৎ অফিসে ঘুরতাছি। মুখে মুখে শুধু বলে বিল কমায় দিবে। কিন্তু গত মাসে বিল আসছিল ২ হাজার ৬০০টাকা। এ মাসে আসছে ৩ হাজার টাকা। অথচ তিনটি বাল্ব, দুইটি ফ্যান, একটি টিভি চালায় মাত্র। আমি গরীব মানুষ, এই ভূয়া বিল থেকে রেহাই চাই।
পিডিবির ঝিনাইগাতীর আবাসিক প্রকৌশলী রাদিউল ইসলাম রাজিব বলেন, আমি যোগদান করার পর এ সমস্যাটা অনেকটা কমিয়ে আনছি। সমস্যা সমাধানে সকলের সহযোগিতা প্রয়োজন। আশা করছি, খুব দ্রুত সময়ের মধ্যে সমাস্যাটার সমাধান হয়ে যাবে। তবে প্রিপেইড মিটারের মাধ্যমে বিল নেয়া শুরু হলে সমস্যা থাকবে না বলে জানান এ কর্মকর্তা।
জানতে চাইলে ইউএনও রুবেল মাহমুদ বলেন, এ সমস্যা সমাধানে আগামী মাসিক সভায় আলোচনা করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।