শেরপুরের ঝিনাইগাতীতে ২৪ বোতল ভারতীয় মদসহ মিষ্টার মিয়া (৩৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার রাংটিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। মিষ্টার মিয়া উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া গ্রামের কালু গাজীর ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ভোর সাড়ে পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানা পুলিশ অভিযান চালিয়ে রাংটিয়া এলাকা থেকে মিষ্টার মিয়াকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২৪ বোতল ভারতীয় মদ পাওয়া যায়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভ‚ঁইয়া বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।